- লাইফস্টাইল
- স্বতন্ত্র মেয়র প্রার্থী রূপনের ৩ কর্মী গ্রেপ্তার
বরিশাল সিটি নির্বাচন
স্বতন্ত্র মেয়র প্রার্থী রূপনের ৩ কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছাত্রদলের সাবেক নেতা কামরুল আহসান রূপনের তিন নির্বাচনী কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিন কর্মী হলেন- মো. রমজান, মন্টু মীরা ও মোনায়েম খান।
মেয়র প্রার্থী রূপন বলেন, মো. রমজান ৩০ নম্বর ওয়ার্ডে আমার নির্বাচনী কার্যালয়ের প্রধান; অপর দু’জন কর্মী। শুক্রবার রাত ৩টার দিকে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশ ওই তিনজনকে তাদের বাড়ি থেকে আটক করে। খবর পেয়ে আমি সকাল ৯টা থেকে দেড় ঘণ্টা বিমানবন্দর থানায় অবস্থান করেও ‘কেন আমার তিন কর্মীকে আটক করা হলো’ তার সদুত্তর পাইনি।
রূপনের অভিযোগ, তার নির্বাচন বানচাল ও কর্মীদের ভয়ভীতি দেখানোর জন্যই পুলিশ প্রশাসন এ ধরনের হয়রানি করছে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, তিন-চার মাস আগে ৩০ নম্বর ওয়ার্ডে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়, যার তদন্ত এখনও চলমান। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার ঘটনাস্থল ও বাদীর পরিচয় জানতে চাইলে পরিদর্শক লোকমান বলেন, তিনি তখন বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন না। তাই এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারবেন না।
মন্তব্য করুন