প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির নেতারা বলেছেন, এবারের বাজেটেও সরকার অতীতের মতো গরিব শোষণ করে ধনীকে তুষ্ট করার নীতি বহাল রেখেছে। এ বাজেট অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষাসহ উৎপাদনশীল ও জনকল্যাণ খাতে বরাদ্দ বাড়াতে হবে।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ।

নেতারা বলেন, করযোগ্য না হওয়ার পরও রিটার্ন জমায় ২ হাজার টাকা বাধ্যতামূলক করারোপ অযৌক্তিক ও অনৈতিক। বাজেটের মাধ্যমে সরকার গরিব শোষণ করার অযৌক্তিক ও অগণতান্ত্রিক চেহারা উন্মোচন করেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।