- লাইফস্টাইল
- সশরীরে সমাবর্তন চান ৭ কলেজের শিক্ষার্থীরা
সশরীরে সমাবর্তন চান ৭ কলেজের শিক্ষার্থীরা
ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

স্মারকলিপি দিতে আসা ৭ কলেজের শিক্ষার্থীরা
সশরীরে সমাবর্তনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। এসব দাবিতে সোমবার ৭ কলেজ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নামে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
উপাচার্যের পক্ষে প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় আগামী দশ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ৭ কলেজে ছাত্র সংসদ নির্বাচন, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে নূন্যতম একটি ছাত্রী হোস্টেল নির্মাণ, সেশনজট লাঘবে প্রতি শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, শিক্ষার মানোন্নয়নে স্ব স্ব কলেজে কেন্দ্র রেখে ফাইনাল পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ।
স্মারকলিপি দেওয়ার সময় ৭ কলেজ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের সমন্বয়ক আলআমিন আটিয়া, তারেক আজিজ, রাসেল হুসাইন, কাউসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন