- লাইফস্টাইল
- টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যেমন হবে ভারত-অস্ট্রেলিয়ার একাদশ
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যেমন হবে ভারত-অস্ট্রেলিয়ার একাদশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে রোহিত শর্মা ও প্যাট কামিন্স। ছবি: টুইটার
দশ বছর আইসিসির কোনো শিরোপা ছুঁতে পারেনি ভারত। প্রতিটি আসরেই রোহিত-কোহলিরা প্রত্যাশার বিরাট চাপ নিয়ে মাঠে নামে। শেষ হয় ব্যর্থতায়। এবার চাপমুক্ত থেকে খেলার মন্ত্র জপছেন দ্রাবিড়-রোহিতরা।
ইংল্যান্ডে হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে বাড়তি উন্মাদনা নেই। তার ওপর এফএ কাপে ম্যানচেস্টার ডার্বি ফাইনাল নিয়ে মেতে ছিল ইংল্যান্ডের দর্শকরা। এখন তাদের মনোযোগ চ্যাম্পিয়ন্স লিগে।
ক্রিকেট নিয়ে টুকটাক যেটুকু খোঁজ খবর ইংলিশরা রাখছেন তা মূলত অ্যাশেজ নিয়ে। ওটাকেই পুঁজি করতে চায় ভারত। তবে দুশ্চিন্তা আছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির। ওভালের উইকেট নাকি পুরোপুরি সবুজ। এতোটাই সবুজ যে, অতিরিক্ত বাউন্সের কথা চিন্তা করে আইসিসি বিকল্প উইকেটও প্রস্তুত রেখেছে।
ভারতের দ্বিতীয় চিন্তা টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া। চেতেশ্বর পূজারা ছাড়া সকলেই আইপিএল নিয়ে ব্যস্ত ছিলেন। এখন লাল বলে মানিয়ে নিতে হবে তাদের। জাসপ্রিত বুমরাহকে ছাড়া বোলিং আক্রমণে মানিয়ে নিতে পারলেও ঋষভ পান্তকে মিস করবে দলটি।
অস্ট্রেলিয়ার দলও সেটেল। চিন্তা কেবল ডেভিড ওয়ার্নারের ফর্মে ফেরা নিয়ে। টেস্টে ১৭ ইনিংসে সেঞ্চুরি পাননি ওয়ার্নার। ভালো রানও করতে পারেননি। তবে মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিনে ভরসা রাখতে পারে অজি ম্যানেজমেন্ট।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, কেএস ভারত, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন।
মন্তব্য করুন