- লাইফস্টাইল
- স্মিথ-হেডের সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্মিথ-হেডের সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালের প্রথম দিনে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে ৩ উইকেটে ৩২৭ রান করেছিল অজিরা। দ্বিতীয় দিনে সবগুলো উইকেট হারিয়ে অজিরা যোগ করেছে ১৪২ রান।
কেনিংটন ওভালের সবুজ উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে ৭৬ রানের ৩ উইকেট হারিয়ে বসে অজিরা। সেখান থেকে দুর্দান্ত এক প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করেন দুজন। চতুর্থ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ২৮৫ রান যোগ করেন। সাজঘরে ফেরার আগে ২৫ চার ও ১ ছক্কায় ১৬৩ রান তোলেন হেড। আর স্মিথ আউট হন ১৯ চারে ১২১ রান করে।
এই দুই তারকা ব্যাটার ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে উল্লেখযোগ্য রান করেন ডেভিড ওয়ার্নার (৪৩) এবং অ্যালেক্স ক্যারি (৪৮)। মার্নাস লাবুশানের ব্যাট থেকে আসে ২৬ রান। এই পাঁচ ব্যাটসম্যান ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটসম্যানের রান দুই অঙ্কের সংখ্যা পার হয়নি। তাতে ১২১.৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর। ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
মন্তব্য করুন