- লাইফস্টাইল
- অলআউট ভারত, ১৭৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
অলআউট ভারত, ১৭৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ছবি- এএফপি
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে হেড-স্মিথের সেঞ্চুরিতে ৪৬৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তার জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়েছে ভারত। এতে ১৭৩ রানের লিড পেয়েছে অজিরা।
দ্যা ওভালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৫ রানে রোহিত ও ১৩ রানে শুভমান গিল আউট হন। সুবিধা করতে পারেননি চেতেশ্বর পূজারাও। তার ব্যাট থেকে আসে ১৪ রান। বিরাট কোহলিও ফেরেন ব্যক্তিগত ১৪ রানে। জাদেজা হাল ধরে ৫১ বলে করেন ৪৮ রান। এরপর শ্রীখর ভরতকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে।
তৃতীয় দিন ৫ উইকেট হাতে রেখে ১৫১ রানে ব্যাট করতে নামে ভারত। একসময় ফলো অনের শঙ্কায় পড়ে গিয়েছিল ভারত। সেই গর্ত থেকে ভারত কে উদ্ধার করেন আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুর। দুজনের একশ রানের বেশি জুটিতে নিজেদের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ২৯৬ রানে। রাহানে ১১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮৯ রান করেন। আর শার্দুল ৬ চারে করেন ৫১ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স নেন সর্বোচ্চ ৩টি উইকেট। আর স্টার্ক, বোল্যান্ড ও গ্রিণ নেন ২টি করে উইকেট।
মন্তব্য করুন