- লাইফস্টাইল
- শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি রোধে প্রয়োজন সচেতনতা
শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি রোধে প্রয়োজন সচেতনতা

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং বুলিং রোধ করতে হবে। আন্তঃ সম্পর্ক বজায় রাখতে ডিজিটাল আসক্তি রোধে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করতে হবে।
মঙ্গলবার রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টার এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এবিষয়ে যৌথ উদ্যোগ নেয়।
অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ কীভাবে এ উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের সহায়তা করবে সে সম্পর্কেও আলোচনা করা হয়। এতে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল জহুরা বেগম বলেন, শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে বের করে আনতে হবে। এখন পড়াশোনায় মনোযোগী না হলে ভবিষ্যত জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হবে।
পরে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলীর পরিচালনা উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সচেতনতামূলক কার্যক্রমে বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন