- লাইফস্টাইল
- নিপা সরকারের চার সন্তানের ২ জন চলে গেল না ফেরার দেশে
নিপা সরকারের চার সন্তানের ২ জন চলে গেল না ফেরার দেশে

নরমাল ডেলিভারিতে প্রথমবার একসঙ্গে চার সন্তানের মা হওয়া চাঁদপুরের নিপা সরকারের ২ সন্তান চলে গেছে না ফেরার দেশে। এদের মধ্যে দু’জনই কন্যা সন্তান। বেঁচে থাকা দুইজনের মধ্যে ১ জন ও ছেলে ১ জন মেয়ে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোবারক হোসেন। তিনি জানান, জন্মের পর বাচ্চা চারজনকেই ইনকিউবেটরে রাখা হয়েছিলো। কিন্তু জন্ম তারিখের আড়াই মাস আগেই ডেলিভারি হওয়ায় এসব বাচ্চার ওজন এবং সাইজ সবদিক থেকেই ছিল ঝুঁকিতে।
তিনি বলেন, যে সন্তান ২টি বেঁচে আছে, তাদের উন্নত চিকিৎসার দরকার। আমরা পরামর্শ দিয়েছি, তাদের ঢাকায় নিয়ে যেতে। কিন্তু তাদের সেই সামর্থ্য নেই। নিপার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবস্থাপনা পরিচালক বলেন, হাসপাতাল থেকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত কতোটুকু করতে পারবো জানিনা।
মন্তব্য করুন