ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

থানকুনি পাতার রস খেলে কি স্মৃতিশক্তি বাড়ে

থানকুনি পাতার রস খেলে কি স্মৃতিশক্তি বাড়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১১

থানকুনি পাতা ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ। যুগ যুগ ধরে এই পাতা নানা অসুখ নিরাময়ে ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকের ধারণা, থানকুনি পাতার রস নিয়ম করে খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিন্তু সত্যিই কী তা হয়?

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র  এক প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক পুষ্টিগুণসম্পন্ন থানকুনি পাতা বনে জঙ্গলে জন্মালেও একাধিক রোগ দূর করতে পারে। এই পাতা খেলে পায়ের আঘাতজনিত ব্যথা অনেক কমে যায়। এই পাতার পুষ্টিগুণ ফোলাভাব কমিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। 

অনেক ধরনের চর্মরোগ উপশমেও বড় ভূমিকা রয়েছে থানকুনি পাতার। এই পাতার রস ব্রণ নিরাময়ে সাহায্য করে।  ওজন কমাতেও বেশ কার্যকর এই পাতা। এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, থানকুনি পাতা অনেক নানা ধরনের শারীরিক সমস্যা দূর করলেও স্মৃতিশক্তি বাড়াতে পারে না। বরং বেশি পরিমাণে এই পাতা খেলে পেট খারাপ থেকে বমি হওয়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে নিয়মিত খেলেও এই পাতা খেতে হবে পরিমাণ বুঝে।

আরও পড়ুন