‘আই বাই সিক্রেটস’র এক্সপেরিয়েন্স সেন্টার চালু

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ১১:৪৫
মেয়েদের আন্ডারগার্মেন্টস সংগ্রহে বিব্রতকর পরিস্থিতি দূর করতে ‘আই বাই সিক্রেটস’ তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। ১৫ অক্টোবর যমুনা ফিউচার পার্কের হাইপার মার্কেটের ‘হোলসেল ক্লাব’ বর্ধিত অংশে এই কর্নার উদ্বোধন করা হয়।
এ সেন্টারটি এমন একটা জায়গা যেখানে যেকোনো বয়সের নারী একটি নারীবান্ধব পরিবেশে তাদের পছন্দের প্রোডাক্টের ট্রায়াল থেকে কেনাকাটা সবই করতে পারবেন।
এছাড়া এক্সপেরিয়েন্স সেন্টার পুরোটাই থাকছে ফিমেইল স্টাফদের তত্ত্বাবধানে, তাই প্রাইভেসি বা প্রোডাক্ট সম্পর্কিত যেকোনো প্রশ্নে থাকছে না কোনো দ্বিধা! সব ধরনের ব্যান্ড এবং কাপ সাইজের এভেলেবিলিটি থাকায় প্রতিটা মেয়ে তার সাইজ অনুযায়ী পারফেক্ট প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে।
এছাড়াও যারা সাইজ নিয়ে কনফিউসড এবং প্রয়োজনের ধরন অনুযায়ী প্রোডাক্ট সিলেকশন করতে পারছে না তাদের জন্য আই বাই সিক্রেটসের আছে ফ্রি গাইড কনসালটেন্সি। তাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এই ফ্রি সার্ভিসটি নিতে পারবেন আপনিও। বিজ্ঞপ্তি
- বিষয় :
- পোশাক শিল্প