ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা রিজেন্সিতে বারবিকিউ ফিয়েস্তা 

ঢাকা রিজেন্সিতে বারবিকিউ ফিয়েস্তা 

প্রতি প্লেটে মাংস থেকে শুরু করে গ্রিলড শাকসবজি থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৪:১২

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট খাদ্য অনুরাগীদের জন্য রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইনে’ আয়োজন করেছে ‘বার বি কিউ ফিয়েস্তা’। হালকা শীতের সন্ধ্যাকে আরও উষ্ণ ও মনোমুগ্ধকর করে তুলতে ‘বার-বি-কিউ ফিয়েস্তা’ চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। 


ঢাকার স্কাইলাইনের মনোমুগ্ধকর পরিবেশ এবং মনোরম দৃশ্যের বিখ্যাত রেস্টুরেন্টটি বার-বি-কিউ ফিয়েস্তার জন্য সেরা। প্রতি প্লেটে ম্যারিনেট করা মাংস থেকে শুরু করে গ্রিলড শাকসবজি থাকবে। ইভেন্টে একটি বৈচিত্র্যময় মেন্যু থাকবে, যেন মাংসপ্রেমী ও নিরামিষভোজীরা তাদের খাবার উপভোগ করতে পারেন। সাইড ডিশ হিসেবে থাকবে তাজা, সুস্বাদু মাংস এবং সামুদ্রিক খাবার। এ অনুষ্ঠানে অতিথিরা পাবেন সেরা মানের তাজা গ্রিলড খাবার, যা ওপেন ফায়ারে গ্রিল করে প্রস্তুত করা হবে। গ্রিলের উপর মাংসের ঝিলিক এবং সবজির সুগন্ধি এমন এক পরিবেশ তৈরি করবে, যা  খাবারের মতোই মনোরম। রসালো কাবাব, টিক্কা, নিখুঁতভাবে গ্রিল করা চিকেন, এবং গরুর মাংসের স্টেক ছাড়াও আছে কয়েকটি প্ল্যাটার অফার, যা অতিথিদের মুহূর্তকে আরও উপভোগ্য করবে।

whatsapp follow image

আরও পড়ুন

×