ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

শীতে রুম হিটার ব্যবহার করতে মেনে চলুন কিছু নিয়ম

শীতে রুম হিটার ব্যবহার করতে মেনে চলুন কিছু নিয়ম

রুম হিটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৩

শীত পড়তে শুরু করেছে। এই সময় শীতকাতুরেরা বেশি সমস্যায় ভোগেন। অন্যদের তুলনায় তাদের বেশি ঠান্ডা লাগে। ঘরের ভিতরে থাকলেও তাদের শরীরে কাঁপুনি ধরে যায়। শৈত্যপ্রবাহ হলে তো কথাই নেই। এই সময়ে একটু আরামে থাকতে অনেকেই বাড়িতে হিটার চালিয়ে রাখেন। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, হিটার ব্যবহার খুবই বিপজ্জনক। যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে এই বৈদ্যুতিক যন্ত্র। বিশেষজ্ঞদের মতে, হিটার ব্যবহারে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। যেমন-
শুষ্ক ত্বকের সমস্যা, চোখ জ্বালার অনুভূতি, কনজাংটিভাইটিস, চোখ চুলকানো, চোখে লালভাব,অ্যালার্জি। 

শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে চাইলে হিটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নাহলেই বড়সড় বিপদ হতে পারে। জেনে নিন কী কী সতর্কতা নেওয়া দরকার। যেমন-
১. বিছানার কাছে হিটার রাখবেন না।
২. হিটার তোষক, কম্বল, কাগজ থেকে দূরে রাখতে হবে।
৩. কার্পেট, কাঠ অথবা প্লাস্টিকের কোনও জিনিসের উপর হিটার রাখবেন না।
৪. শক্ত, দাহ্য নয় এমন সামগ্রীর উপর হিটার রাখুন।
৫. বাড়িতে পোষা প্রাণী কিংবা শিশু থাকলে আরও সাবধান হোন। তারা যাতে কোনওভাবে হিটারের কাছাকাছি না যায়, সেদিকে খেয়াল রাখুন।
৬.হিটার একটানা ঘরে চললে কার্বন মনোক্সাইড উৎপাদন হতে পারে। আর তার থেকে বিপদের ঝুঁকি বাড়ে। এ কারণে ঘুমাতে যাওয়ার আগে কিংবা বাড়ি থেকে বেরনোর সময় হিটার বন্ধ করতে ভুলবেন না।
৭. হিটার ঘরে চলার সময় কারও মাথা যন্ত্রণা, অস্বস্তি, পেটে ব্যথা, বমি, ক্লান্তিবোধ হলে সাবধান হোন। দ্রুত হিটার বন্ধ করুন। ঘরের জানলা, দরজা খুলে দিন।

আরও পড়ুন

×