প্রাইডে চলছে মূল্য ছাড়
ছবি: প্রাইড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৮
বছর শেষে সব পণ্যের ওপর বিশাল মূল্য ছাড়ের ঘোষণা করেছে ফ্যাশন ব্র্যান্ড প্রাইড লিমিটেড। বিশাল এই মূল্য ছাড়ে ক্রেতারা প্রাইডের সকল পণ্যের ওপর সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বিশেষ এই অফারটি চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।
এই ছাড়ের আওতায় থাকছে প্রাইড গার্লস, প্রাইড সিগনেচার, প্রাইড সিগনেচার মেন, প্রাইড এথনিক মেন্সওয়্যার ও আরবান ট্রুথের কালেকশনসহ সব ক্যাটাগরির পণ্য। আকর্ষণীয় শাড়ি, মেন্স স্টাইলিশ পাঞ্জাবি, ওমেন্স ট্রেন্ডি কুর্তি, নকশা করা ওড়না ও পোশাক সামগ্রীসহ নানা পণ্যে কিছু না কিছু অফার থাকছে।
এছাড়াও, স্টোর ক্লিয়ারেন্স আইটেমের ক্ষেত্রে আরও বেশি মূল্য ছাড়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ঢাকায় বেইলি রোড ও বসুন্ধরা সিটির প্রাইড স্টোরে এই সুযোগ পাবেন ক্রেতারা। ঢাকার বাইরে চট্টগ্রামের আফমি প্লাজা এবং দিনাজপুরের বসুনিয়াপট্টির প্রাইড স্টোরেও থাকছে ক্লিয়ারেন্স আইটেমের এই বিশেষ মূল্য ছাড়।
- বিষয় :
- ফ্যাশন