ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

চোখের পাপড়ি ঝরে যাচ্ছে?

চোখের পাপড়ি ঝরে যাচ্ছে?

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৩:৩০

বর্তমান জীবনযাত্রার ফলে আমাদের স্বাস্থ্যের সঙ্গে ত্বকেরও নানা সমস্যা দেখা যায়। তবে এসবের মধ্যেই সৌন্দর্য্য বাড়িয়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। চোখ মুখের সবচেয়ে সুন্দর একটি অংশ। চোখের পাপড়ি এবং ভ্রু মুখের সৌন্দর্য বাড়ায়। লম্বা ও পুরু চোখের পাপড়ি এবং ভ্রু আপনার চোখকে বড় এবং আরও আকর্ষণীয় করে তোলে। সঙ্গে আপনার মুখে একটি ভিন্ন মাত্রাও যোগ করে। চোখের সৌন্দর্য্য বাড়াতে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

নারকেল তেল: চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে নারকেল তেল খুবই কার্যকর। অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল চোখের পাপড়িকে পুষ্ট করে এবং তাদের শক্তিশালী করে। প্রতিদিন ঘুমানোর আগে একটি কটন বাডের সাহায্যে চোখের পাপড়ি এবং ভ্রুতে নারকেল তেল লাগান। 

অ্যালোভেরা জেল : অ্যালোভেরা জেল অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ, যা চোখের পাপড়িকে পুষ্ট ও শক্তিশালী করে। অ্যালোভেরা জেল চোখের পাপড়ি ময়েশ্চারাইজ করে এবং শুষ্ক হতে বাধা দেয়। প্রতি রাতে ঘুমানোর আগে চোখের পাপড়ি এবং ভ্রুতে অ্যালোভেরা জেল লাগান। 

ভিটামিন-ই তেল : ভিটামিন-ই তেল চোখের পাপড়িকে শক্তিশালী করে এবং বৃদ্ধিতে সহায়তা করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চোখের পাপড়ি ও ভ্রুতে তেল লাগান। 

বাদাম তেল: বাদাম তেল চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে সহায়তা করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখের পাপড়ি এবং ভ্রুতে বাদামের তেল লাগান।

আরও পড়ুন

×