ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

যুগপূর্তিতে টুয়েলভ ক্লদিংয়ে বিশেষ মূল্য ছাড়

যুগপূর্তিতে টুয়েলভ ক্লদিংয়ে বিশেষ মূল্য ছাড়

টুয়েলভ থেকে যেকোনো ধরনের কেনাকাটায় ক্রেতারা পাবেন ২৪ শতাংশ মুল্যছাড়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৫:০৭

দেশের জনপ্রিয় ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং পোশাক জগতে ১ যুগ পার করেছে। এ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে টুয়েলভ। ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত টুয়েলভের যেকোনো আউটলেটে যেকোনো ধরনের কেনাকাটায় ক্রেতারা পাবেন ২৪ শতাংশ মুল্যছাড়। ডিসেম্বরের ১২ অর্থাৎ ১২.১২ (বারো বারো) নামেই এই ৩ দিনের বিশেষ ক্যাম্পেইন চালু করেছে টুয়েলভ কর্তৃপক্ষ। পাশাপাশি নির্দিষ্ট পরিমান কেনাকাটায় বছরব্যাপী ডিসকাউন্ট উপভোগের জন্য ক্রেতাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড অর্জনের ব্যবস্থাও রেখেছে তারা। শীতের পোশাকসহ ফ্যাশনেবল কেনাকাটায় দারুণ সমারোহ সাজিয়েছে টুয়েলভ। দেশব্যাপী ৪০টি আউটলেটেই একযোগ এই ছাড়সহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা। 

আরও পড়ুন

×