ত্বকের যত্নে আলিয়া ভাট মধু ব্যবহার করেন যেভাবে
আলিয়া ভাট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১১:১৬
তারকাদের অভিনয় প্রতিভার পাশাপাশি সৌন্দর্যচর্চা নিয়েও আলোচনার শেষ নেই। ত্বকের যত্নে পছন্দের তারকারা কী ব্যবহার করেন তা জানার আগ্রহ ভক্তদের। বলিউড তারকা আলিয়া ভাট এমনই একজন। বেশ কিছু সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ঘরোয়া উপাদান ব্যবহার করেই ত্বকের পরিচর্যা করেন তিনি। তবে শীতকালে মধু ছাড়া তিনি আর কিছুই ব্যবহার করেন না ত্বকে। আলিয়ার মতো ত্বকে মধু ব্যবহার করেন অনেকেই। তবে আলিয়ার মধু ব্যবহারের পদ্ধতি একেবারেই আলাদা।
আলিয়া মধু ব্যবহার করেন যেভাবে
মধু-দারচিনির প্যাক
দুটি উপাদানই ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এক চামচ মধুর সঙ্গে খানিকটা দারচিনি গুঁড়ো মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের খসখসে ভাব কমে যাবে।
মধু-ওটমিল
ত্বকে মাঝেমাঝে স্ক্রাবিং-এর প্রয়োজন হয়। মধু, ওটমিল এবং চিনিগুঁড়ো মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। ত্বকে জমে থাকা মরা কোষ এতে কমে যাবে। সেই সঙ্গে ত্বক ভিতর থেকে মোলায়েম করে তুলবে মধু। ত্বকে আসবে আলাদা উজ্জ্বলতা।
মধু-লেবুর রস
এই দুইটি উপাদান ত্বকের জন্য অত্যন্ত ভালো একটি প্যাক। লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সেই সঙ্গে মধু ত্বকে জোগায় আর্দ্রতা। এই দুই উপকরণ একসঙ্গে মেখে ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক ঝকঝকে হয়ে উঠবে।
- বিষয় :
- আলিয়া ভাট