ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ইসরায়েলি আগ্রাসন

মধ্যপ্রাচ্যে আগুন লাগানোর হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে আগুন লাগানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০২:২৯

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় এক দিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন; যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে। মঙ্গলবার গাজাজুড়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০ জানুয়ারির মধ্যে হামাস যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তবে মধ্যপ্রাচ্যে নরকের আগুন লেগে যাবে। মঙ্গলবার এ হুমকি দেন বলে স্কাই নিউজ অস্ট্রেলিয়া জানায়।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সবকিছু এলোমেলো হয়ে যাবে। যদি এই জিম্মিদের ফিরিয়ে না দেওয়া হয়, আমি তোমাদের আলোচনা ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু ২০ জানুয়ারি আমি দায়িত্ব নেওয়ার পরও যদি তারা জিম্মিদের ফেরত না দেয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভেন চার্লস উইটকফ সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করে ফিরেছেন। আলোচনা ইতোমধ্যে বেশ এগিয়েছে বলেন তিনি। 

এদিকে গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্ক টাইমস জানায়, বেশ কয়েক মাস ধরে এ মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল দেশটি। 

অন্যদিকে গাজায় যুদ্ধোত্তর সরকার গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। আলোচনায় গাজা শাসন, নিরাপত্তা ও পুনর্গঠনবিষয়ক তত্ত্বাবধানে আমিরাত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। অন্তত ১২ জন কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×