- মুজিববর্ষ
- ডাইনিংয়ে পুষ্টিকর খাবারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর
ডাইনিংয়ে পুষ্টিকর খাবারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডাইনিংয়ে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ আয়োজন করে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা পরিচয়সহ স্বাক্ষর দেন। কর্মসূচিতে আট শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে রোববার একই দাবিতে দড়িতে খাবার ঝুলিয়ে রেখে প্রতিবাদী কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
গণস্বাক্ষর কর্মসূচি চলাকালে আবারও শিক্ষার্থীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে– ক্যাফেটেরিয়ায় খাবারের বাড়তি দাম প্রত্যাহার, ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় খাবারের মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা নিশ্চিত করা, ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় খাবারে পর্যাপ্ত ভর্তুকি এবং ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত সাধারণ মিলের ব্যবস্থা করা ও ক্যাফেটেরিয়াকে বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধ।
বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, প্রশাসন শিক্ষার্থীদের পুষ্টিসমৃদ্ধ খাবারের চাহিদা পূরণ করবে। কিন্তু তা না করে প্রশাসন শিক্ষার্থীদের অধিকার সংকুচিত করছে। শিক্ষার্থীদের অধিকারের চেয়ে তাদের কাছে ব্যবসা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডাইনিংয়ে নিম্নমানের খাবার নিয়মিত খেলে শিক্ষার্থীরা যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, কিছুদিন আগে কোনো নোটিশ ছাড়াই ক্যাফেটেরিয়ার খাবারের দাম ৫ টাকা বাড়িয়েছে প্রশাসন। এ নিয়ে এক বছরের কম সময়ে ক্যাফেটেরিয়ার খাবারের দাম ১০ টাকা বাড়ানো হলো। কিন্তু তাতে খাবারের মানে কোনো পরিবর্তন হয়নি।
মন্তব্য করুন