জলবায়ুর প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় নারীরা

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০১
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবের দিক থেকে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এ জন্য প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা বছরজুড়েই লেগে থাকে। আর এ প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন নারীরা বলে জানিয়েছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা।
আজ বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘জলবায়ু অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু প্রভাবের ফলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এক্ষেত্রে, লবণাক্ত বৃদ্ধি পাওয়ায় নারীরা সুপেয় পানির অভাবে পিরিয়ড বন্ধ রাখার জন্য ঔষুধ খাওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন। জলবায়ু বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিভিন্ন প্রশিক্ষণসূচিতে এ বিষয়ে সেশন রাখা হচ্ছে বলে সবাইকে অবহিত করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণে এগিয়ে আছে। ন্যাশনাল এ্যাডাপ্টেশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ২০৫০ সাল নাগাদ জলবায়ু বান্ধব সমাজ গঠনের জন্য গণমাধ্যমকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ন্যাশনাল এ্যাডাপ্টেশন প্ল্যান প্রণয়নে বিশ্বের ৪২ টি দেশের মধ্যে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে প্রথম ৫টির মধ্যে বিবেচিত করা হয়েছে।
মুক্ত আলোচনায় সুইডিস দূতাবাসের প্রথম সচিব নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ইস্যু নিয়ে সার্বিক তথ্য প্রকাশের জন্য গণমাধ্যম ও জলবায়ু বিশেষজ্ঞদের যৌথভাবে কাজ করার অনুরোধ করেন। এক্ষেত্রে, বৈজ্ঞানিক ও স্থানীয় জ্ঞানের সমন্বয় করে গণমাধ্যমকর্মীদের সাথে বিভিন্ন অংশীজনদের মধ্যে অংশীদারীত্ব বিনির্মাণের জন্য গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, সূফী জাকির হোসেন, পরিচালক এ, কে, এম আজিজুল হক, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে জলবায়ু বিশেষজ্ঞ, জলবায়ু কর্মী এবং গণমাধ্যমকর্মীসহ মোট ৫০ জন নেন।
- বিষয় :
- জলবায়ু পরিবর্তন