- মুক্তমঞ্চ
- ইউক্রেন যুদ্ধের সমালোচনায় নোবেলজয়ী রাশিয়ান সংগঠনের রাচিনস্কি
ইউক্রেন যুদ্ধের সমালোচনায় নোবেলজয়ী রাশিয়ান সংগঠনের রাচিনস্কি

ইয়ান রাচিনস্কি/ ছবি- সংগৃহীত।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ার মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’-এর ইয়ান রাচিনস্কি ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের ‘উন্মাদ ও অন্যায়’ যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন।
শনিবার নরওয়ের রাজধানী অসলোতে এক বক্তৃতায় তিনি এ সমালোচনা করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরিয়ালের পক্ষ থেকে রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উন্মাদ ও অন্যায় যুদ্ধকে আদর্শিক ও ন্যায্যতার চাদর পরানো হচ্ছে।
রাশিয়ার সবচেয়ে পুরোনো মানবাধিকার সংগঠন মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের মাত্র চার বছর আগে। ৩০ বছরের বেশি সময় ধরে সোভিয়েত–যুগে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করেছে। তারা রাশিয়ার মানবাধিকার নিয়েও কাজ করেছে।
চলতি বছরের শুরুর দিকে দেশটির সুপ্রিম কোর্ট সংগঠনটি বন্ধ করে দেয়। এ বছরই বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিসের (সিজিএস) সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায় রাশিয়ার এই সংগঠন।
মন্তব্য করুন