ঢাকার সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সম্পর্কটা অনেক পুরোনো। দেশের অনেক সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি নায়ক ফেরদৌসের সঙ্গে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় কাজ করেছেন তিনি, যা রয়েছে মুক্তির প্রতীক্ষায়। এরই মধ্যে মাত্র দু’দিনের জন্য ঢাকায় আসেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তাঁর এবার ঢাকা আসার অন্যতম কারণ হলো, নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া। এই অনুষ্ঠানে কলকাতার গায়ক অনুপম রায়ও এসেছিলেন।

ব্যস্ততার ফাঁকে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। এই সময়ের বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে তাঁর পর্যবেক্ষণের কথা জানিয়ে বলেন, ‘বাংলাদেশে কাজের ধরন বদলেছে। ট্রেন্ডেও এসেছে পরিবর্তন। দারুণ দারুণ কাজ হচ্ছে। কথায় কথায় যদি বলি তাহলে বলব, ওটিটিতে বাংলাদেশের কনটেন্ট অনন্য। বিশেষ করে ওটিটিতে বাংলাদেশের নির্মাতা, অভিনেতারা দারুণ কাজ উপহার দিচ্ছেন।’