- মিউজিক
- নয়ীম গহরের গান নিয়ে ওয়ারফেইজ
নয়ীম গহরের গান নিয়ে ওয়ারফেইজ

‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো’, ‘পুবের ঐ আকাশে সূর্য উঠেছে’, ‘সাগর পাড়িতে ঝড় জাগে যদি’সহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা নয়ীম গহরের গান এবার শোনাবে ওয়ারফেইজ।
স্বাধীনতা পদকে ভূষিত বরেণ্য গীতিকবির লেখা কবিতাটি গানে রূপান্তরিত করেছে হেভি মেটাল ও হার্ড রক ঘরানার এই ব্যান্ডটি। গানের শিরোনাম ‘মা’। এতে কণ্ঠ দিয়েছেন ভাবনা। পাশাপাশি সুরও করেছেন তিনি।
ওয়ারফেইজ সদস্যরা জানান, নয়ীম গহরের কালজয়ী গানগুলো এখনও শ্রোতার হৃদয় আন্দোলিত করে। তাঁর লেখনীর যে শক্তি, তা যুগ যুগ ধরে মানুষের মনে ছাপ রেখে যাওয়ার মতো। সে কারণেই তাদের নতুন আয়োজনের জন্য নয়ীম গহরের কবিতা বেছে নেওয়া। ‘মা’ গানটি তৈরি করা হয়েছে এই গীতিকবির সর্বশেষ দেশের কবিতা থেকে। এটি লেখা হয়েছিল স্বাধীনতারও আগে।
তবে এই গান বহুকাল ধরে শ্রোতার মনে অনুরণন তুলে যাবে বলে ব্যান্ডের সবাই আশাবাদী। ব্যান্ডের ড্রামার ও লয় রেকর্ডসের কর্ণধার শেখ মনিরুল আলম টিপু জানান, স্বাধীনতার মাস উপলক্ষে আগামী ১৯ মার্চ স্বাধীন মিউজিক অ্যাপে বিশ্বব্যাপী তিন দিনের জন্য ‘মা’ গানটির এক্সক্লুসিভলি অডিও প্রকাশ হচ্ছে।
এ ছাড়া ২২ মার্চ সন্ধ্যায় ওয়ারফেইজ টিভি ও লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে।
মন্তব্য করুন