- মিউজিক
- 'কোনো খবর গোপন রাখি না, নিজের ঢোল নিজেও পেটাই না'
'কোনো খবর গোপন রাখি না, নিজের ঢোল নিজেও পেটাই না'

শাফিন আহমেদ
শাফিন আহমেদ। নন্দিত কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও প্রযোজক। টানা আট মাস স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকার পর শুরু করেছেন নতুন গানের আয়োজন। পাশাপাশি প্রযোজক হিসেবে ডাবল বেইজ প্রডাকশন থেকে তুলে ধরছেন তরুণ শিল্পীদের ব্যতিক্রমী সৃষ্টি। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–
দেশ-বিদেশের এক মঞ্চ থেকে আরেক মঞ্চে ছুটে যাওয়া; কেমন ছিল টানা আট মাসের এই সফর?
এক কথায় অবিস্মরণীয়। কী যে ছিল না এই আট মাসের জার্নিতে– তা খুঁজে বের করা কঠিন। মাত্র একটি শো ছাড়া বাকি সবই ছিল ‘শাফিন আহমেদ ভয়েজ অব মাইলস’-এর একক শো। যেখানে গানে গানে দর্শকের উচ্ছ্বাস-উন্মাদনার সঙ্গে মিশে যাওয়া, নিখুঁত পারফরম্যান্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া– সবই ছিল; যা একটি পরিপূর্ণ শোতে যা থাকা দরকার। শিল্পী জীবনের চার দশক পেড়িয়ে– এমন অভিজ্ঞতার মুখোমুখি হবো, সত্যি ভাবিনি।
এই টানা শো করে যাওয়ায় কখনও ক্লান্তি অনুভব করেননি?
গানের এমন এক সন্মোহনী শক্তি আছে যে, সবকিছু ভুলিয়ে দেয়। তাই যখনই মঞ্চে পা রেখে গাওয়া শুরু করেছি, মিউজিক ছাড়া পৃথিবীর সবকিছুই ভুলে গেছি। আর যখন চোখে পড়েছে দর্শক আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইছে, আনন্দ-উল্লাসে পাগলপ্রায়– তখন আরও উজ্জীবীত হয়ে উঠেছি। তাই আজ ঢাকা, কাল খুলনা, পরশু চট্টগ্রাম; এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড হয়ে আবার বাংলাদেশ, আবার সিলেট-ঢাকা-রাজশাহী এই যে ছুটে চলা, এক মঞ্চ থেকে আরেক মঞ্চে ওঠা, এতে এতটুকু ক্লান্তি অনুভব করিনি। কিন্তু যেই না সফরে বিরতি পড়ল, তখনই বুঝলাম এই সময়ে কতটা ধকল সইতে হয়েছে। তাই এখন টানা কয়েকদিন বিশ্রাম নেব বলে ঠিক করেছি।
বিশ্রাম পর্ব শেষে কী নতুন গানের আয়োজন শুরু করবেন?
সেটাই ভাবছি। যেহেতু রোজা চলে এলো, স্টেজ শো হবে না, তাই নতুন গানের কাজ শুরু করব। নিজের পাশাপাশি তরুণদের জন্য কিছু করতে চাই। অবশ্য কিছু কাজ গোছানো আছে, সেগুলোই হয়তো শিগগিরই প্রকাশ করব।
নতুন গানগুলো কী আপনার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেইজ’ থেকে প্রকাশ করবেন?
কিছু গান বিভিন্ন প্রযোজক ও প্রতিষ্ঠানের প্রস্তাবে গাওয়া। সেগুলো কবে, কীভাবে প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত তাদের। নিজে যেসব গান প্রযোজনা করেছি, সেই গানগুলোই শুধু ডাবল বেইজ থেকে রিলিজ করব। আমার ছেলে ওজি এর মধ্যে ‘ডার্টি ঢাকা’ শিরোনামের একটি র্যাপ গান রেকর্ড করেছে। সেই গানের পাশাপাশি আমার সুর ও কম্পোজিশনে তাসফির গাওয়া ‘মগ্ন ছিলাম’ গানটি কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।
নিজের গাওয়া কোনো গান প্রকাশ করবেন না?
লন্ডন থেকে একটি গান রিলিজ হবে। শিরোনাম ‘রুবারু’। এটি আমার প্রথম রেকর্ড করা হিন্দি গান। এর আগে বেশ কিছু স্টেজ শোতে হিন্দি গান গেয়েছি। কিন্তু রেকর্ড করে, একক বা অ্যালবাম আকারে প্রকাশের কথা ভাবিনি। কিছুদিন আগে হঠাৎ করেই লন্ডনের এক প্রযোজক আমাকে হিন্দি গান গাওয়ার প্রস্তাব দেন। আমার কথা ছিল, যে ধরনের মিউজিক করি, সেই মানের কাজ হলে, হিন্দি গানে আপত্তি নেই। শিল্পীজীবনে বাংলা ও ইংরেজি গান অনেক গেয়েছি, এবার না হয়, হিন্দি গান গাইব। তবে সংগীতের মান ধরে রাখতে কোনো কম্প্রোমাইজ চলবে না। তারপরও আমার শর্ত মেনে নিয়েই গানটি রেকর্ড করা হয়েছে।
হিন্দি গান গাওয়ার খবর গোপন রাখার কারণ কী?
কোনো খবরই গোপন রাখি না। আবার নিজের ঢোল নিজেও পেটাই না। যা করেছি, করছি, তা কেউ জানতে চাইলে জানিয়ে দেই। কিন্তু নানা ব্যস্ততার মাঝে, কী করছি না, করছি তার প্রচার-প্রচারণায় নিজে যাই না।
মন্তব্য করুন