- মিউজিক
- শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ? প্রশ্ন তিশার
শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ? প্রশ্ন তিশার

তানজিন তিশা ও শরিফুল রাজ
অভিনেত্রী তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। এ ঘটনায় ইতোমধ্যে নায়ক শরীফুল রাজ ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখপ্রকাশ করেছেন। তবে রাজের ‘দুঃখ’ প্রকাশ মানতে নারাজ তানজিন তিশা। বুধবার (৩১ মে) তিশা ফেসবুক স্ট্যাটাসে রাজের উদ্দেশে লিখেন, ‘শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ?’

গণমাধ্যমের দৃষ্টিও আকর্ষণ করেছেন তিশা। তার মতে, কিছু গণমাধ্যমে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’- এরকম কথা লেখা হচ্ছে। এটা অনুচিত এবং বর্জনীয় বলে মনে করেন তিনি। দেশে ফিরেই আইনি ব্যবস্থা নেবেন বলে জানালেন তিশা। বললেন, ‘একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা, হ্যারেজমেন্ট করা বা পারসোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সুতরাং যার আইডি বা যিনি এটি আপ করেছেন, বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতোমধ্যেই অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে, কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেবো। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যাক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।’ শরিফুল রাজের দায়ভার এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিশা। শুধু দুঃখপ্রকাশেই দায়ভার থেকে মুক্তি নয় জানিয়েছেন তিশা। বললেন, ‘শরিফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুললো সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কি তোমার না? কারণ তুমিই তো বলেছো, তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছো? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছো না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছো না? যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেবো, তবুও রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি।’
সবশেষে ভক্তদের কাছে অনুরোধ জানিয়ে তিশা বললেন, ‘তানজিন তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং এই পৃথিবীতে যত দিন বেঁচে আছে, দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।’
মন্তব্য করুন