ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তাহসান-রোজাকে অভিনন্দন জানিয়ে যে সুখবর দিলেন সিয়াম

তাহসান-রোজাকে অভিনন্দন জানিয়ে যে সুখবর দিলেন সিয়াম

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৮:২১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৮:৩৯

গেল কয়েকদিন ধরে শোবিজ অঙ্গনের সবচেয়ে চর্চিত ইস্যু হচ্চে তাহসান খানের বিয়ে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন এই গায়ক। গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সবাই এই নবদম্পতিকে শুভকামনা জানাতে নেমে পড়েন। এরপর তাহসানের তরফ থেকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসর পর তো সামাজিক যোগযোগা মাধ্যম সয়লাভ হয়ে যায় অভিনন্দন বার্তায়।  সে কাতারে শামিল হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা জংলি সিনেমার টিমও। 

তাহসান যেহেতু গান-কবিতায় নিজের বিয়ের অফিসিয়াল ঘোষণা দিয়েছেন সেই ধারাবাহিকতায় জংলি টিমও গানে গানেই জানাল অভিনন্দন বার্তা।  সিনেমাটিতে রয়েছে তাহসানের গাওয়া একটি গান। গতকাল সেই গানটির প্রথম দুই লাইনের টিজার প্রকাশ করে তাহসান-রোজাকে অভিনন্দন জানায় জংলি টিম। সিনেমাটির অফিসিয়াল পেজ ও সিনেমাটির নায়ক ও পরিচালক নিজ পেজে এই অভিনন্দন টিজার প্রকাশ করেন।

জংলি সিনেমার চারটি গানের সুর ও সঙ্গীতায়োজন করা প্রিন্স মাহমুদের। তাহসানের কণ্ঠে গাওয়া  জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে/সারাদিন রাতভরে পাশে থাকব- এমন কথার গানটির সুর-সঙ্গীতও তারই। গানটির 
 মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ইমরান মাহমুদুল। তাহসানের সাথে ডুয়েট গেয়েছেন আতিয়া আনিশা।

গানটি দিয়ে তাহসানকে অভিনন্দন জানিয়ে সিয়াম লিখেছেন, এই ভালোবাসা টিকে থাকুক জনম জনম। সঙ্গে গানটি কবে মুক্তি পাবে সে তথ্যও জানিয়েছেন সিয়াম। লিখেছেন, প্রিন্স মাহমুদের সুরে তাহসানের কণ্ঠে 'জংলি' সিনেমার প্রথম গান 'জনম জনম' আসছে এই ভালোবাসা দিবসে।

তবে সিনেমাটি কবে আসবে সে ঘোষণা এখনও আনুষ্ঠানিক জানানো হয়নি। তবে শিগগিরই মুক্তির তারিখ গোষণা করবেন বলে জানিয়েছেন পরিচালক এম রাহিম। তিনি বলেন, আমাদের সিনেমার মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে।’

‘জংলি’র মূলভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।  এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা।  জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। 

আরও পড়ুন

×