চিত্রনায়িকা তমা মির্জা আর পরিচালক রায়হান রাফী প্রেম করছেন- ঢাকার শোবিজে এ নিয়ে গুঞ্জন অনেকদিন। একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের, বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করা পোশাকে তাদের উপস্থিতি ওই গুঞ্জনের পালে যেন হাওয়া দেয়। তারা বিয়ে করেছেন বা করছেন- এমন কথাও শোনা যায়।

তবে প্রেমের কথা কখনোই স্বীকার করেননি রাফী-তমা। তাদের দাবি ‘ আমরা ভালো বন্ধু’। এমন অবস্থায় চলতি সপ্তাহে হুট করে ওই গুঞ্জনে যুক্ত হয় চিত্রনায়িকা বুবলীর নাম। এবারের গুঞ্জন, তমার সঙ্গে নয় রাফী প্রেম করছেন বুবলীর সঙ্গে। 

মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে শোবিজে, চলতে থাকে আলোচনা। বুবলীকে নিয়ে রায়হান রাফী  'টান' ও  ‘৭ নম্বর ফ্লোর’  নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। ওই ওয়েব ফিল্মের শুটিংয়েই নাকি রাফী-বুবলীর প্রেম। আসলেই কি তাই?

বিষয়টি নিয়ে কথা হয় বুবলীর সঙ্গে। সমকালকে তিনি বলেন, 'এমন ভিত্তিহীন খবর কেনো মানুষ ছড়ায়। যে বিষয়ের কোনো অস্তিত্ব নেই সেটা কিভাবে তারা সামনে আনেন!'

বুবলীর ভাষ্য, অনেকেই তার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে না পেরে হয়তো এসব ছড়াচ্ছে। কিংবা রায়হান রাফীর সঙ্গে যেনো আর কাজ না হয় সেজন্য এমন করছে।

নির্মাতা রায়হান রাফীও বলেন, 'খবরটি ভিত্তিহীন। বুবলী আপুর সঙ্গে আমার দুটি কাজ হয়েছে। সামনে আরও কাজ নিয়ে মিটিং হয়েছে। তার মানে তো এই নয় যে আমরা প্রেম করছি। মিটিং করা মানেই তো প্রেম নয়।'

অনেকেই অজ্ঞাত সূত্রের বরাতে বুবলী-রাফীর প্রেমের খবর প্রকাশ করছেন। সেখানে জড়ানো হচ্ছে তমা মির্জার নামও। বিষয়টি নিয়ে তমা মির্জাও জানালেন তার মন্তব্য।  সমকালকে তিনি বলেন, 'বিষয়টি তো আমার ব্যক্তিগত নয়। এটি রাফী ও বুবলীর বিষয়। আমার কানেও তাদের প্রেমের বিষয়টি এসেছে। তবে আমি এ বিষয়ে তেমন কিছুই বলতে পারছি না। যাদের নিয়ে কথা উঠেছে তারাই এ বিষয়ে বলতে পারবেন। এতে আমার কিছু কলা ঠিক হবে না।'