- নন্দন
- সাবিলার নতুন সময়
সাবিলার নতুন সময়

সাবিলা নূর
‘ছোট পর্দার নায়িকা হলে এক ধরনের পরিচিতি পাওয়া যায়, কিন্তু নায়িকা হয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়া সহজ নয়। সময়ের পালাবদলের সঙ্গে পর্দার নায়ক-নায়িকা বদলে যায়। জায়গা দখল করে নেয় নতুনরা। এটাই রীতি। শুধু নায়িকা নয়, যে চরিত্রে অভিনয় করব, সেটা গুরুত্বপূর্ণ কিনা, তা এখন যাচাই করি। নিজেকে পরিণত শিল্পী হিসেবে তুলে ধরতে নানা ধরনের চরিত্রে কাজ করতে চাই। অভিনয়ের মধ্য দিয়ে সমাজের নানা স্তরের মানুষের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করছি।’ বললেন অভিনেত্রী ও মডেল সাবিলা নূর।
দর্শকের কাছে নিজেকে সবসময় নতুন রূপে তুলে ধরতে চান বলেই গল্পের পাশাপাশি চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন এই তারকা অভিনেত্রী। সাবিলা যে ভেবেচিন্তে পথ চলছেন, তা তাঁর কাজের দিকে চোখ বুলালে সহজেই বোঝা যায়। ‘ইউটার্ন’, ‘মাঙ্কি বিজনেস’, ‘কেমিস্ট্রি’, ‘মাস্তি আনলিমিটেড’, ‘শত ডানার প্রজাপতি’, ‘রোদ বৃষ্টি অথবা অন্যকিছু’, ‘সনাতন কাব্য’, ‘এমএমএস’, ‘অপরাজিতা তুমি’, ‘তোমার চোখেতে’, ‘রাজকুমার’, ‘তোমার গল্পে আমি নেই’, ‘উবার’সহ আরও কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা এরই মধ্যে ওয়েব দুনিয়ায়ও অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। গুণী নির্মাতা আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ ওয়েব ছবি দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক এ অভিনেত্রীর। এবার ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে তাঁর। সত্য ঘটনা অবলম্বনে ‘মারকিউলিস’ নামের এ সিরিজটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি মেয়ের বদলে যাওয়া জীবনধারা নিয়েই সিরিজের কাহিনি। এতে ‘জয়িতা’ নামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে সাবিলাকে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সাল করার পর শুটিংয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে।
সাবিলা বলেন, “মারকিউলিস’-এর গল্প একটু ভিন্ন ধাঁচের। এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। ভালো লাগার আরেকটি বিষয়, প্রথম ওয়েব সিরিজেই গুণী কয়েকজন অভিনেতা-অভিনেত্রী সহশিল্পীর সঙ্গে কাজের সুযোগ হয়েছে। নির্মাণেও আছে নতুনত্ব। একেবারেই ভিন্ন এক লুকে পর্দায় দর্শকরা দেখতে পাবেন আমাকে। সিরিজটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসা দিবসের নাটকে আমার সরব উপস্থিতি থাকে। ইচ্ছা থাকা সত্ত্বেও গেল ভালোবাসা দিবসের কোনো নাটকে কাজ করতে পারিনি। শিগগিরই ‘মারকিউলিস’ প্রকাশ পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজটির দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অপেক্ষায় আছি। আর মুক্তির পর দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। সবকিছু মিলিয়ে এটি ক্যারিয়ারের স্মরণীয় একটি কাজ হয়ে থাকবে বলে আমি মনে করি। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।”
অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবে সাবিলা নূরের পরিচিতি রয়েছে। তার গল্প-ভাবনা নিয়ে নির্মিত হয়েছে নাটক। গল্প লেখা কি নিয়মিত চালিয়ে যেতে চান? এমন প্রশ্নে তাঁর উত্তর– ‘অভিনয় ব্যস্ততার কারণে লেখার জন্য সময় করতে পারছি না। সময় সুযোগ পেলে নতুন কোনো নাটকের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হবো বলে আশা করছি। নাট্যকার হওয়ার বিষয়ে কখনও ভাবিনি। চারপাশের নানা ঘটনা থেকে বিভিন্ন সময় মাথায় গল্পের প্লট চলে আসে। আশপাশে যা কিছু চোখে পড়ে তা মনে রাখার চেষ্টা করছি।
আমার ধারণা, অনেকের ক্ষেত্রেই এটা হয়। কোনো ঘটনা চোখে পড়লে মনে হয়, এটা নিয়ে কোনো নাটক বা সিনেমার গল্প লেখা যেতে পারে। করোনার প্রার্দুভাব যখন বেশি ছিল অনেকদিন ঘরবন্দি থাকতে হয়েছে। এ সময়ে ‘পারাপার’ নাটকের গল্পভাবনা এসেছিল। তখন নিজের গল্পে অভিনয় করতে পেরে অন্যরকম এক অভিজ্ঞতাও হয়েছে। সাবিলা এখন ব্যস্ত আছেন ঈদের কাজ নিয়ে। আসছে ঈদের জন্য তিনি অভিনয় করেছেন– অনন্য ইমনের পরিচালনায় ‘আপসহীনা’ ও ‘বিরতিহীন যাত্রা’, মাশরিকুল ইসলামের পরিচালনায় ‘কদমবনে বৃষ্টি’ ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘সাহারা মরুভূমি’ নাটকে। এ নাটকগুলোতে ব্যতিক্রমী চরিত্রে হাজির হবেন এই তারকা অভিনেত্রী।
ঈদের কাজ সম্পর্কে সাবিলা বলেন, ‘হাতে অনেক চিত্রনাট্য রয়েছে। যে গল্প ও চরিত্র পছন্দ হচ্ছে, সেগুলোতেই অভিনয় করছি। আমাকে কেন্দ্র করে যে কাজগুলো হচ্ছে সে কাজেই বেশি মনোযোগ দিচ্ছি। বক্তব্যধর্মী কাজও করছি। শিল্পী হিসেবে সমাজের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। এ ধরনের কাজগুলো দর্শক বেশ পছন্দ করছেন। আমি চাই দর্শক আমাকে ভালো কাজ দিয়ে মনে রাখবেন। ঈদ আসতে বেশ কয়েকদিন বাকি আছে। এরই মধ্যে আরও কিছু নাটকের কাজের কথাবার্তা চলছে।’ নাটকের কাজের পাশাপাশি ওয়েব মাধ্যমের জন্য নতুন কাজের পরিকল্পনা করছেন। শিগগিরই হয়তো ওয়েব মাধ্যমের নতুন কোনো কাজের খবর নিয়ে আসবেন তিনি।
মন্তব্য করুন