- নন্দন
- বঙ্গবন্ধুর সমাধিতে সিরাজগঞ্জ জেলা আ’লীগের শ্রদ্ধা, আবারও ৬ আসনে জয়ের শপথ
বঙ্গবন্ধুর সমাধিতে সিরাজগঞ্জ জেলা আ’লীগের শ্রদ্ধা, আবারও ৬ আসনে জয়ের শপথ
-samakal-6418e656bc411.jpg)
ছবি: সমকাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতারা। সোমবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পরে নবগঠিত কমিটির সদস্যরা শপথ করেন। শপথবাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। এতে জেলার ছয়টি সংসদীয় আসন পুনরায় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে শপথ নেওয়া হয়। এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সম্পাদকমণ্ডলী, সদস্যসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভেকেট কেএম হোসেন আলী হাসান বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। দলের নেতাকর্মীরা যখনই এক্যবদ্ধ থেকেছে তখনই বিজয় এসেছে। সামনের নির্বাচনেও জয় আসবে। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।’
লিখিত শপথবাক্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার। এতে বলা হয়, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে একজন সাহসী সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করব। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্যও প্রস্তুত থাকব। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের জন্য প্রস্তুত থাকব। জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাকেই নৌকা দেবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে ছয়টি আসন উপহার দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি স্বজনপ্রীতি উর্ধ্বে থেকে দলীয় কাজে আত্মনিয়োগ করব। হে আল্লাহ সর্বশক্তিমান, আমাকে এই এই শপথ রক্ষা এবং পালনের শক্তি দিন- আমিন। জয় বাংলা- জয় বঙ্গবন্ধু।’
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল।
মন্তব্য করুন