লিওনেল মেসি আগামী জুনে পিএসজি ছাড়বেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টা একপ্রকার নিশ্চিত। নেইমার জুনিয়রও মৌসুম শেষে প্যারিস ছাড়তে পারেন। 

কিলিয়ান এমবাপ্পের যোগ্য জুটি গড়তে প্যারিসের ক্লাবটির আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে বড় দু’জন তারকা কিনতে হতে পারে।

সেক্ষেত্রে পিএসজির লক্ষ্য একজন সেন্ট্রাল ফরোয়ার্ড বা নাম্বার নাইন কেনা। কারণ চলতি মৌসুমে অধিকাংশ সময় স্ট্রাইকার পজিশনে খেলেছেন এমবাপ্পে। কিন্তু তিনি আরও স্বাধীনতা নিয়ে খেলতে চান। নাম্বার টেনের ভূমিকা পালন করতে চান। 

এমবাপ্পের সঙ্গে জুটি গড়তে হ্যারি কেইন কিংবা ওসিমেনকে কিনতে পারে পিএসজি। ছবি: মেট্রো ইউকে

এমবাপ্পের চাওয়া অনুযায়ী, পিএসজির প্রথম পছন্দের স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। নাপোলিতে খেলা ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকারের জন্য কাতারি পেট্রো ডলারে চলা ক্লাবটির বাজেট ধরে রাখতে হবে ১৫০ মিলিয়ন ইউরো। 

স্ট্রাইকার হিসেবে পিএসজির দ্বিতীয় পছন্দ টটেনহ্যামের হ্যারি কেন। তাকে কিনতে হলেও ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি খরচ করতে হবে পিএসজির। মেসি-নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন এবং বিগ বাজেটের নতুন স্ট্রাইকার কেনা মিলিয়ে দলবদলের বাজারে তাই আলোচিত থাকবে পিএসজি।