- নন্দন
- আয়ুষ্মান হবেন পর্দার ‘সৌরভ’
আয়ুষ্মান হবেন পর্দার ‘সৌরভ’

কে হবেন পর্দার সৌরভ গাঙ্গুলী, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার জানা গেল, আয়ুষ্মান খুরানা সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। পিপিংমুন ওয়েবসাইটের খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে।
জানা গেছে, এই স্পোর্টসভিত্তিক বায়োপিকের জন্য ছবির নির্মাতারা আয়ুষ্মানের সঙ্গে কথা বলেছেন। বেশ কয়েক মাস ধরে তাঁরা আয়ুষ্মানের সঙ্গে এ ছবির ব্যাপারে কথা বলছেন। শুধু স্বাক্ষরের অপেক্ষা।
আয়ুষ্মান খুব শিগগিরই এই ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। নির্মাতাদের মতে, সৌরভের ভূমিকায় এই বলিউড নায়কের চেয়ে ভালো কেউ হতে পারে না। কারণ, আয়ুষ্মান সৌরভের মতো বাঁহাতি ব্যাটসম্যান। আয়ুষ্মানের নির্বাচন নিয়ে সৌরভ নিজেও খুশি।
মন্তব্য করুন