মহড়াকক্ষ ঘুরে
‘নেতা যে রাতে নিহত হলেন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান [১৭ মার্চ ১৯২০–১৫ আগস্ট ১৯৭৫]
মীর সামী
প্রকাশ: ০২ আগu ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ আগu ২০২৩ | ০৭:১৮
শুরু হয়েছে শোকের মাস আগস্ট। শোককে শক্তিতে পরিণত করতেই মঞ্চে উঠছে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন রেজানুর রহমান। উদয়পুর গ্রামের সহজ-সরল ভাগচাষি রতন মাঝি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে প্রথম ঢাকা আসেন। গ্রাম থেকে লঞ্চে করে ঢাকা আসতেই সন্ধ্যা। এরপর লঞ্চ থেকে নেমে লোকজনকে জিজ্ঞেস করতে করতে বঙ্গবন্ধুর বাড়ির সামনে পৌঁছাতেই রাত হয়ে যায়। এত রাতে নেতাকে আর দেখতে পাবেন না বলে তিনি তাঁর বাড়ির সামনের রাস্তায় বসে থাকেন। এমন সময় সন্দেহজনক তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের জেরায় জানা যায়, রতন মাঝি তাঁর জমিতে ফলানো কালোজিরা ধানের চিড়া নেতার জন্য নিয়ে এসেছেন। নেতা এক মুঠ মুখে দিলে তাঁর জীবন ধন্য হয়ে যাবে...। বাস্তবে তিনি আর নেতার দেখা পান না। কারণ, সেই রাতেই ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যরা। এমনই গল্প নিয়ে ইমদাদুল হক মিলন লিখেছেন ‘নেতা যে রাতে নিহত হলেন’। নাটকের মূল চরিত্রে রতন মাঝির ভূমিকায় অভিনয় করছেন সুকর্ণ হাসান। অন্যান্য চরিত্রে আছেন– মনি কাঞ্চন, মিন্টু সর্দার, রিজভী আহমেদ, আজিম উদ্দীন, মনিরুল হক ঝলক, তরিকুল রিমন, এসপি খান শাওন, রেজিনা রুনি, মাহফুজা আফনান অপ্সরা ও রুবেল। নাটকটির মঞ্চ নির্মাণ করছেন– ফজলে রাব্বি সুকর্ণ, লাইটে অম্লান বিশ্বাস, পোশাকে এনাম তারা সাকি, আবহসংগীতে অসীম কুমার নট্ট, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় এবং পোস্টার বানিয়েছেন ধ্রুব এষ। নাট্য সংগঠন এথিকের ১২তম প্রযোজনা এটি। জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।