ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজে মিলল সাপ

বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজে মিলল সাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০৩:৩৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০৩:৩৫

ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের কার্গো হোল্ডে (মালামাল রাখার জায়গা) একটি সাপ পাওয়া গেছে। শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাপটি পাওয়া যায়।

বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ঘটনাটি তদন্ত করছে। বিমানবন্দরের একজন উর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ভারতের কেরালার কালিকট থেকে এসেছিল। অবতরণের পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে পৌঁছানোর সময় বিমানের কার্গো হোল্ডে একটি সাপ পাওয়া যায়। ঘটনাটি বিমানবন্দরের ফায়ার সার্ভিসকেও জানানো হয়। এ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে মন্তব্যের জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের সাথে যোগাযোগ করা যায়নি। তাৎক্ষণিকভাবে উড়োহাহাজে কতজন যাত্রী ছিল সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

×