নিউজিল্যান্ডে প্রতিবছর সেরা পাখি নির্বাচন করা হয়। বার্ষিক এই আয়োজনে অনলাইনে ভোট দিয়ে পছন্দের পাখিকে ‘বছরের সেরা পাখি’ নির্বাচন করেন দেশটির পাখিপ্রেমীরা। এবার এই খেতাব পেয়েছে লম্বা লেজের এক প্রজাতির বাদুড়। তারপর থেকে শুরু হয়েছে তুমুলকাণ্ড। অনেকেই বাদুড়ের খেতাব জয়ে নারাজ। 

পরিবেশবাদী সংগঠন ‘ফরেস্ট অ্যান্ড বার্ড’-এর উদ্যোগে ‘বার্ড অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় আয়োজন করা হয় বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য। এবারের প্রতিযোগিতায় ৫৬ হাজারের বেশি মানুষ অনলাইনে ভোট দিয়েছেন। এর মধ্যে সাত হাজারের বেশি ভোট পেয়ে খেতাব জিতেছে ‘পিকাপিকা-তউ-রোয়া’ নামে পরিচিত এক প্রজাতির লম্বা লেজের বাদুড়। খবর বিবিসির।

প্রতিযোগিতার আয়োজকেরা বলছেন, ভূমিতে থাকা স্থানীয় প্রজাতির স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম এই বাদুড়। এটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ জন্য প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটিকে। তবে সমালোচকেরা এই বাদুড়ের বিজয় ভালোভাবে নেননি। 

চীনে মানুষের শরীরে করোনাভাইরাস ছড়ানোর পেছনে বাদুড়কে দায়ী করা হয়ে থাকে। অনেকেই এই বিষয়ের ইঙ্গিত করে সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, ভোটের মাধ্যমে প্রহসন করা হয়েছে। চুরি করা হয়েছে।

আয়োজক সংগঠনের মুখপাত্র লরা কিওউন বলেছেন, করোনা মহামারি পরবর্তী সময়ে বাদুড়ের ভাবমূর্তি ফেরানো এই আয়োজনের উদ্দেশ্য ছিল না। বরং বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই বাদুড়কে ভোট দেওয়ার মধ্য দিয়ে অবৈধ শিকারিদের ঠেকানো, আবাসস্থল পুনরুদ্ধার এবং জলবায়ু সুরক্ষা নিশ্চিত করার মধ্য দিয়ে প্রজাতিটিকে রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন পাখিপ্রেমীরা।