- অফবিট
- পাকিস্তানের জয় উদ্যাপন করায় স্ত্রী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা
পাকিস্তানের জয় উদ্যাপন করায় স্ত্রী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

টি- ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদ্যাপনের অভিযোগে স্ত্রী এবং শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের রামপুরের।
অভিযোগকারী ওই ব্যক্তির নাম ঈশান মিয়া। তিনি রামপুরের আজিমনগরের বাসিন্দা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঈশান মিয়ার অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর তার স্ত্রী রাবিয়া শামসি এবং রাবিয়ার মা-বাবা পটকা ফাটিয়ে ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে জয় উদ্যাপন করেছেন।
মামলায় আরও বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রী আলাদা থাকেন। স্ত্রী রাবিয়া তার মা-বাবার কাছে থাকেন। স্ত্রী রাবিয়াও এর আগে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছিলেন।
এই প্রসঙ্গে রামপুরের পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উপহাস করা হয়েছে বলে খবর পেয়েছেন। এই মর্মেই এফআইআর হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।
মন্তব্য করুন