ভারতের অনেক প্রদেশের মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কুসংস্কারে আচ্ছন্ন। যে কোনো ধরনের ঘটনাই তারা কুসংস্কার ভেবে অন্য ঘটনার সঙ্গে সংযুক্ত করেন। সম্প্রতি এমনটাই ঘটেছে দেশটির মধ্যপ্রদেশে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ভিন্দ জেলার বাবুলাল নামের এক কৃষক সম্প্রতি তার মহিষটি নিয়ে থানায় গিয়েছিলেন। কৃষক জানান,প্রতিদিন কয়েক লিটার করে দুধ দিত মহিষটি। হঠাৎই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে প্রাণীটি। তার অভিযোগ, এর পিছনে নিশ্চয়ই কোনও ষড়যন্ত্র আছে। ওই কৃষকের সন্দেহ, কেউ তার মহিষের উপর জাদুবিদ্যা প্রয়োগ করেছে। এই রহস্যের সমাধানেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

বাবুলালের ভাষায়, ওঝা বা তান্ত্রিক দিয়ে তন্ত্রমন্ত্র করায় তার মহিষটির দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে গ্রামেরই কেউ। পুলিশকে এর সমাধান করতেই হবে। বাবুলালের বক্তব্যে চরম অস্বস্তিতে পড়ে মধ্যপ্রদেশ নয়াগাঁও থানার পুলিশ।

অভিযোগকারীর মতে, কয়েকজন গ্রামবাসী তাকে বলেছিলেন মহিষটির উপর জাদুবিদ্যার প্রভাবে রয়েছে। তারও তাই মনে হয়েছে।  

এদিকে মহিষ সঙ্গে করে থানায় গিয়ে বাবুলালের অভিযোগ জানানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেট ব্যবহারকারীদের অনেকেই মজা পেয়েছেন এই ঘটনায়। ডিএসপি অরবিন্দ শাহ এই ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি জানান,থানায় এলে বাবুলালকে বোঝানো হয়। এরপর তিনি ফিরে যান। কিন্তু চার ঘণ্টা পর আবারও ফিরে আসেন। পরে গ্রামে গিয়ে বাসিন্দাদের বোঝানো হয় মহিষটি অসুস্থ, একজন ভালো পশু চিকিৎসককে দেখানো দরকার বলে। শেষ পর্যন্ত  অবশ্য পুলিশের কথা মানেন কৃষক বাবুলাল ও তার প্রতিবেশীরা।