- অফবিট
- তোশক-বিছানা নিয়ে ক্লাসে শিক্ষার্থী
তোশক-বিছানা নিয়ে ক্লাসে শিক্ষার্থী
সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লাসে যেতে ইচ্ছা করে না? তোশক-বিছানা নিয়েই ক্লাসে যেতে পারলে ভালো লাগতো ভাবছেন? তাহলে আপনার মতো একজন আছেন যিনি ইতোমধ্যে সকালের ক্লাসে তোশক-বিছানাপত্র নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি ব্রিটেনের এক শিক্ষার্থী সকাল ৯টার ক্লাসে তোশক বিছানা নিয়ে উপস্থিত হন।
টিকটকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী তার তোশক এবং বিছানা ভাজ করে সঙ্গে নিয়ে ক্লাসের লেকচারে উপস্থিত হন। নিজের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ওই শিক্ষার্থী ক্যাপশন লিখেন, যখন সকাল ৯টায় আপনার ক্লাস থাকে কিন্তু আপনি বিছানা ছাড়তে চান না। হ্যাশট্যাগ থেকে বুঝা যায় তিনি ব্রিটেনের লিচেস্টারশায়ারের লফবরো ইউনিভার্সিটির শিক্ষার্থী। খবর এনডিটিভি।
অদ্ভূত ওই ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা ওই শিক্ষার্থী তোশক ও বিছানাপত্র নিয়ে ট্রলিতে করে ক্লাসে ঢুকছেন। ক্লাসরুমে বিছানা পাতার পর তিনি তার ওপর উঠে শুয়ে পড়েন। তার কর্মকাণ্ডে ক্লাসের অন্য শিক্ষার্থীরা হতবুদ্ধিতে পড়ে যান।
সংবাদমাধ্যম ল্যাডবাইবেলের তথ্যানুসারে, ভিডিওটি টিকটকে প্রায় ১০ লাখের মতো মানুষ দেখেছেন এবং শত শত মন্তব্য পড়েছে।
মন্তব্য করুন