- অফবিট
- প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি!
প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি!

প্রিয়জনের মুখে হাসি দেখতে কার না ভালো লাগে? এজন্য কত চেষ্টাই না থাকে প্রেমিক-প্রেমিকার। প্রত্যেকেই নিজের অবস্থান থেকে চেষ্টা করেন প্রিয় মানুষকে খুশী রাখতে।
প্রেমিক বা প্রেমিকাকে খুশী করতে দামি উপহার দেওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু তাই বলে প্রেমিকার জন্য দামি উপহার কিনতে কারও বাড়িতে ডাকাতি করতে যাওয়ার ঘটনা বিরল।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের দিল্লির সরোজিনী নগরের। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা আদিত্য কুমার পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,গত মঙ্গলবার রাত সাড়ে তিনটায় তিন যুবক তার বাড়িতে কলিং বেল বাজায়। তিনি দরজা খুলে কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায় তারা। যুবকদের হাতে বন্দুক ছিল। তাই তিনি বেশ ভয়ে পেয়ে যান। পরে ওই তিন যুবক তাকে মারধর করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তাকে বেঁধে ফেলে তারা। এরপর ওই তিনজন ঘর থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, জামাকাপড় ভর্তি একটি ব্যাগ, জ্যাকেট, জুতো, হাতঘড়ি এবং স্কুটার লুট করে চলে যায় । বেশ কিছুক্ষণ পর নিজের চেষ্টায় কোনওক্রমে বাঁধা হাত খোলেন তিনি। মোবাইল চুরি হওয়ায় কাউকেই ফোন করতে পারছিলেন না আদিত্য। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মীয়র সঙ্গে যোগাযোগ করেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি।
অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সরোজিনী নগর এলাকা থেকে চোরাই স্কুটারসহ শুভম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেরা করে আসিফ এবং মহম্মদ সরিফুল মোল্লা নামের আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই পুলিশ জানতে পারে শুভমের সঙ্গে ইদানীং তার প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছিল। প্রেমিকার রাগ ভাঙাতে দামি উপহার দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। সে কারণেই চুরির পরিকল্পনা করেন। তাকে সাহায্য করেন বাকি দু’জন।
তবে পুলিশ জানায়, এবারই প্রথমবার নয়। এর আগে একাধিক মামলায় নাম জড়িয়েছে গ্রেপ্তার তিনজনের।
মন্তব্য করুন