- অফবিট
- ইংরেজি বলে কাশ্মীরি বৃদ্ধা ভাইরাল
ইংরেজি বলে কাশ্মীরি বৃদ্ধা ভাইরাল

ছবি: এনডিটিভি
৩৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ, যেখানে দেখা যায় কাশ্মীরের এক অশীতিপর বৃদ্ধা ইংরেজিতে ফল, সবজি এবং প্রাণীর নাম বলছেন। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
সৈয়দ স্লেট শাহ নামে এক যুবক ভিডিওটি টুইটারে প্রথম আপলোড করেন। পরবর্তীতে এটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।
ভিডিওতে দেখা যায়, ওই যুবক কাশ্মীরি ভাষায় বিড়ালের নাম বলেন এবং ওই বৃদ্ধাকে ইংরেজিতে নামটি বলতে বলেন। কাশ্মীরের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ওই বৃদ্ধাকে দেখে বয়স ৮০ বলে মনে হয়। প্রথমবার বিড়ালের ইংরেজি নাম বলতে গিয়ে কিছুটা বিপাকে পড়ে যান তিনি। পরে তিনি বিড়ালটিকে কাশ্মীরি ভাষায় ‘কায়েত’ বলে উচ্চারণ করেন। কিন্তু তার ওই জোরদার কাশ্মীরি উচ্চারণও যেন নেটিজেনদের হৃদয় জয় করে নিয়েছে।
The circle of life ! ????
— Syed Sleet Shah (@Sleet_Shah) February 14, 2022
They taught us how to talk when we were babies and how the turntables ! What is even more wholesome is that learning is a consistent process in life ! ???? pic.twitter.com/NxQ7EHjAwZ
এরপর দেখা যায় ওই যুবক একে একে পেঁয়াজ, আপেল, রসুন এবং কুকুরের নাম কাশ্মীরি ভাষায় বলেন এবং ওই বৃদ্ধা সেগুলোর ইংরেজি নাম বলছেন। যদিও ঘটনাটি কাশ্মীরের কোন এলাকার তা জানা যায়নি। তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই টুইটার ব্যবহারকারীর কাশ্মীরি উচ্চারণ শুনে ধারণা করা হচ্ছে, কাশ্মীরের কোনো প্রত্যন্ত জেলার বাসিন্দা হবেন তারা। টুইটারের ওই ভিডিও পোস্টের নিচে অনেক ব্যবহারকারী মুগ্ধতাপূর্ণ মন্তব্য করেছেন।
মন্তব্য করুন