- অফবিট
- টেলিস্কোপ নিয়ন্ত্রণ করবে কৃত্রিম মস্তিস্ক
টেলিস্কোপ নিয়ন্ত্রণ করবে কৃত্রিম মস্তিস্ক

মহাশূন্যে অনুসন্ধানরত টেলিস্কোপের সঙ্গে মানুষের সংযোগ ঘটাবে কৃত্রিম মস্তিস্ক। সরবরাহ করবে কাঁড়ি কাঁড়ি ডাটা। শুধু তাই নয়, হাজার হাজার মাইল দূরে অবস্থান করা দূরবীক্ষণ যন্ত্রগুলোকে রীতিমতো নির্দেশনাও দেবে এই মস্তিস্ক। এ জন্য বিজ্ঞানীরা তৈরি করছেন একটি যুগান্তকারী সফটওয়্যার। প্রস্তুত হওয়ার পর কৃত্রিম মস্তিস্ক প্রথমে পরিচালনা করবে স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ) নামের একটি দানবীয় রেডিও টেলিস্কোপকে। ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হবে জেমস ওয়েব, ইউরোপিয়ান এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপসহ ভবিষ্যতে এ ধরনের যত দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ হবে সব।
সফটওয়্যারটি নিয়ে গবেষণা করছেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, কেমব্রিজ ও ম্যানচেস্টারের বিজ্ঞানীরা এবং এতে ব্যবহার করা হচ্ছে যুক্তরাজ্য সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাসিলিটিস কাউন্সিলের বিভিন্ন গবেষণাগার। গবেষক ড. ক্রিস পিয়ারসন বলেন, একুশ শতকের বিজ্ঞানের সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে এসকেএ। ২০২১ সালে এর কাজ শুরু হয়েছে, শেষ করার পরিকল্পনা আছে ২০৩০ সালের মধ্যে। তবে কৃত্রিম মস্তিস্কের যাত্রা শুরু হবে ২০২৪ সালে। এসকেএর জন্য দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ১৯৭টি ডিশ ও এক লাখ ৩০ হাজার অ্যান্টেনা বসানো হবে। এই ডিশ ও অ্যান্টেনার সাহায্যে তথ্য আদান-প্রদান করবে কৃত্রিম মস্তিস্ক। এমনকি টেলিস্কোপকে কখন কোনদিকে নজর দিতে হবে তাও বলে দেবে। সূত্র :বিবিসি।
মন্তব্য করুন