গ্রীষ্ফ্মে কাঠফাটা রোদের দিনে কার না মনে পড়ে তরমুজের কথা। এক ফালি তরমুজ বা এক গ্লাস জুস খেলে জুড়িয়ে যায় ওষ্ঠাগত প্রাণ। এতে প্রচুর পরিমাণে থাকা পানি শান্ত রাখে দেহ ও মন। এ জন্য গরমকালে পৃথিবীর প্রায় সব অঞ্চলের মানুষের কাছেই এটি বেশ প্রিয়। তৃষ্ণা মেটানোর উপকরণ ছাড়াও এই রসালো ফলের নতুন পরিচয় সামনে এনেছেন এক নারী। তিনি শিল্পকর্ম হিসেবে তরমুজকে ব্যবহার করার মাধ্যমে বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছেন, ফলের গায়ে খোদাই করে ফুটিয়ে তুলেছেন নজরকাড়া দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নাম-পরিচয় জানা না গেলেও ভার্চুয়াল জগতে প্রশংসায় ভাসছেন অনন্য প্রতিভার অধিকারী এই শিল্পী। টুইটারে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ৪২ সেকেন্ডের দৃশ্যটি দেখেন ১০ লাখ মানুষ এবং ৩১ হাজার নেটিজেন এতে লাইক দেন। শিল্পীর প্রতিভার তারিফ করে একজন লিখেছেন, সবাইকে চমকে দেওয়ার মতো এমন প্রতিভাবান পৃথিবীতে অনেক আছে, তবে তাঁদের খুঁজে পাওয়া কঠিন। আরেকজন লিখেছেন, এটি নিঃসন্দেহে আশ্চর্যজনক! তাঁর মেধার তুলনা নেই। অন্য এক কমেন্টে লেখা হয়েছে, চমৎকার! অনন্য এই জিনিসটি তৈরি করতে তাঁর কঠোর প্রচেষ্টা সার্থক হয়েছে। সূত্র :এনডিটিভি।