- অফবিট
- থুতনিতে গিটার নিয়ে সাড়ে ৫ কিলোমিটার হেঁটে বিশ্ব রেকর্ড
থুতনিতে গিটার নিয়ে সাড়ে ৫ কিলোমিটার হেঁটে বিশ্ব রেকর্ড

থুতনিতে গিটার রেখে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার হেঁটে বিশ্বরেকর্ড করেছেন ডেভিড রাশ নামের এক ব্যক্তি। হেঁটে এতটা পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ১ ঘণ্টা ৭ মিনিট।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের উত্তর–পশ্চিমাঞ্চলীয় আইদাহো অঙ্গরাজ্যের। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) স্থানীয় সময় গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ডেভিড রাশ থুতনিতে গিটারের ভারসাম্য রক্ষা করে পাড়ি দিয়েছেন ৫ দশমিক ৪ কিলোমিটার পথ। এ জন্য সেখানকার একটি স্টেডিয়ামে দৌড়ানোর ট্র্যাক ১৩ বার হেঁটে পাড়ি দিতে হয়েছে তাকে।
গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ডেভিস রাশের আগে আর কেউ থুতনিতে গিটার নিয়ে ভারসাম্য রক্ষা করে এতটা পথ পাড়ি দেননি।
রেকর্ড গড়া বিষয়ে সংবাদমাধ্যমকে ডেভিড বলেন, হাঁটার সময় তাকে হালকা বাতাসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। হাঁটার সময় তার মাথা ঘুরছিল। বেশ ব্যথাও লাগছিল। তাই হাঁটা শেষে তাকে অনেকক্ষণ মাটিতে শুয়ে থাকতে হয়েছিল। এরপরই তিনি স্বাভাবিক হতে পেরেছিলেন।
মন্তব্য করুন