- অফবিট
- ২৮৬ গুণ বেশি বেতন তুলে লাপাত্তা কর্মী
২৮৬ গুণ বেশি বেতন তুলে লাপাত্তা কর্মী

মাস শেষে এক কর্মীর অ্যাকাউন্টে ভুল করে বেতনের তুলনায় ২৮৬ গুণ বেশি অর্থ দিয়েছে প্রতিষ্ঠান। আর এই ভুলের সুযোগ নিয়েছেন সেই কর্মী। অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নিয়েছেন। এরপর প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন চাকরি ছাড়ার চিঠি। শুধু তাই নয়। এরপর থেকে সেই টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন সেই কর্মী।
ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশ চিলির। দেশটির সংবাদমাধ্যমের বরাতে ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি কনসোরসিও ইন্ডাস্ট্রিয়াল দে অ্যালিমেন্তোস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চিলির খাবার ও মাংস প্রক্রিয়াজাতকারী অন্যতম বড় প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার ছিলেন তিনি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই ব্যক্তির মাসিক বেতন ছিল ৫ লাখ চিলিয়ান পেসো (স্থানীয় মুদ্রা)। কিন্তু গত মে মাসে তার অ্যাকাউন্টে ভুল করে ১৬ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৮৫১ পেসো জমা দেওয়া হয়। এটা তার মাসিক বেতনের প্রায় ২৮৬ গুণ। ভুল নজরে আসার পর ওই ব্যক্তির সঙ্গে অফিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। এ সময় ওই ব্যক্তি বলেন, টাকা ফেরত দেবেন তিনি।
কিন্তু এরপর লাপাত্তা হয়ে যান ওই ব্যক্তি। ব্যাংকে খোঁজ নিয়ে প্রতিষ্ঠানটি জানতে পারে, ওই ব্যক্তি অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নিয়েছেন। গত ২ জুন চাকরি ছাড়ার জন্য প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছেন তিনি।
মন্তব্য করুন