- অফবিট
- ছাত্রলীগের তোপে হল ছাড়লেন শিক্ষার্থী
তেলের মূল্যবৃদ্ধি নিয়ে পোস্ট
ছাত্রলীগের তোপে হল ছাড়লেন শিক্ষার্থী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে মজা করে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থীকে ডেকে গালমন্দ ও শাস্তি হিসেবে টিনশেডে পাঠান ছাত্রলীগের কর্মীরা। পরে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী সাকিব মিয়া হল থেকে চলে যান।
হল প্রাধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, আমি ও হাউস টিউটররা কাজী সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারিনি। আমি খোঁজ নিয়েছি। ওই ছাত্রকে কেউ বের করে দেয়নি। ছাত্রটি যে কক্ষে থাকত, সেই কক্ষের বাকি তিনজনের সঙ্গে আড়াই বছর তার কোনো কথা হয় না। সে খুব অশালীন আচরণ করত। তাকে অন্য কক্ষ দেওয়া হলে কাউকে না জানিয়ে চলে যায়।
পরে প্রাধ্যক্ষের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কাজী সাকিব বলেন, আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। স্যাররা তাঁদের কাছ থেকে যা শুনেছেন, তাই বলেছেন। অশালীন আচরণের অভিযোগ সত্য নয়। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ দিয়ে কোনো লাভ হয় না। এ জন্য আমিও দিইনি।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির ও মশিউর রহমান শান্তকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
মন্তব্য করুন