সাপ ধরাই ছিল তার কাজ। ৪৫ বছর বয়সী বিনোদ তিওয়ারি মানুষের কাছে পরিচিত ছিলেন 'স্নেক ম্যান' হিসেবেই। সেই মানুষটারই মৃত্যু হল বিষধর সাপের কামড়ে। সম্প্রতি রাজস্থানের চুরু জেলায় এই ঘটনা ঘটে।

পুরো ঘটনাটি ধরা পড়েছে পাশের একটি সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা গেছে, চুরু জেলার গোগামেদি এলাকার একটি দোকানের বাইরে বসে আছেন বিনোদ। একটি কেউটে সাপ ধরার পর সেটিকে ব্যাগে ভরার চেষ্টা করছেন। সেই সময় সাপটি কামড় দেয় বিনোদের আঙুলে। এর কয়েক পরেই বিনোদের মৃত্যু হয় বলে জানা গেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ব্যক্তিকে সাপে কামড়ানোর ভিডিও।

স্থানীয়রা জানায়, গত ২০ বছর ধরে সাপ ধরার কাজ করায় বিনোদ ওরফে ‘স্নেক ম্যান’এলাকায় ব্যাপক জনপ্রিয়। তিনি ছিলেন বন্যপ্রাণী প্রেমী । লোকালয় বা কারও বাড়িতে সাপ ঢুকে পড়লে বিনোদকে খবরে দিলেই কাজ হত। তিনি বিষধর সাপ ধরে গভীর জঙ্গলে ছেড়ে দিতেন।  এতে মানুষ ও সাপ উভয়ই বাঁচত।