- অফবিট
- আশঙ্কা করার একদিন পরই বন্ধুদের হাতে খুন
ফেসবুকে শত্রুতার কথা প্রকাশ
আশঙ্কা করার একদিন পরই বন্ধুদের হাতে খুন

রাকিবুল ইসলাম
বন্ধুদের শত্রু মনে করছেন উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন চট্টগ্রামের যুবক রাকিবুল ইসলাম। এর একদিন পরই সেই বন্ধুদের হাতে খুন হন তিনি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড- তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাকিবের বন্ধুদের দাবি, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে হৃদয় নামে এক যুবক ও তাঁর মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাকিবের বাবা মো. শরীফ নগরীর বাকলিয়া থানায় মামলা করেছেন। মামলায় মো. হৃদয়, সাকিবসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার একদিন পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাদের পরিবারসহ পালিয়েছে বলে দাবি পুলিশের।
নিহত রাকিবুল ইসলাম চান্দগাঁও থানার খাজা রোডের পেটারিপাড়া এলাকার মো. শরীফের ছেলে। সোমবার বিকেলে তাঁকে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী নদীপাড়ের ঘাটকুল এলাকায় ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে তাঁর বাড়ির অদূরে খাজা রোডের খরমপাড়ার মুখে রেখে ফেলে যাওয়া হয়।
রাকিবের বাবার দাবি, সোমবার দুপুরেও ছেলে তাঁর সঙ্গে ছিল। এ সময় বন্ধুরা ফোন করে তাকে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় দেখা করতে বলে। সন্ধ্যায় জানতে পারেন, তাঁর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া সাহেদ নামে এক যুবক বলেন, 'নগরের খাজা রোডের মাথায় মানুষের ভিড় দেখে উঁকি দিয়ে দেখি, আমাদের বন্ধু রাকিব ছুরিকাহত হয়ে পড়ে আছে। আরও কয়েকজন বন্ধু মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা দেখে জানান, সে আর নেই।'
গত শনিবার দুপুরে রাকিবুল ইসলাম তাঁর ফেসবুকে পোস্ট দেন- 'শত্রু বলতে এখন আমি আমার বন্ধুদের মনে করি। যারা সামনে থেকে কিছু করতে পারে না, পেছন থেকে ছুরি ঢোকাতে চায়।' পরদিন রাতেও রাকিবুল আল কোরআনের সুরা কাহাফের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেন। তাতে উল্লেখ রয়েছে, 'তাদের সঙ্গে বন্ধুত্ব করো যারা সকাল-সন্ধ্যা মানুষকে আল্লাহর পথে ডাকে।' এর পরদিনই ছুরিকাঘাতে খুন হন রাকিব।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, আসামিদের গ্রেপ্তারে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাদের পাওয়া যায়নি। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বাড়িতে পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন