- অফবিট
- এক স্যান্ডউইচের দাম ২২ হাজার টাকা!
এক স্যান্ডউইচের দাম ২২ হাজার টাকা!

স্যান্ডউইচ অনেকেরই পছন্দের খাবার। সকালের নাশতায়, অফিসের বিরতিতে স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার হিসাবে এর জুড়ি নেই। অনেকে আবার চা-কফি খেতে
গেলেও সঙ্গে এই খাবারটি বেছে নেন। একেক স্যান্ডউইচের দাম একেকরকম। কিন্তু তাই বলে একটি স্যান্ডউইচ খেতে যদি বাংলাদেশি টাকায় ২২ হাজার টাকা লাগে তাহলে কেমন লাগবে? খবর আনন্দবাজারের
শুনতে অবিশ্বাস্য লাগলেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেরেনডিপিটি রেস্তরাঁয় পাওয়া যায় বহুমূল্য এই স্যান্ডউইচ। একটির দাম ২২ হাজার টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামি স্যান্ডউইচও বটে। এই স্যান্ডউইচের নাম ‘গ্রিলড চিজ স্যান্ডউইচ’। এটি বানাতেও অনেকটা সময় লাগে। পেরিগন শ্যাম্পেন পাউরুটির মাঝে মাখনের স্তর। আনুষঙ্গিক অন্যান্য উপকরণের মধ্যে অন্যতম হল দক্ষিণ আফ্রিকার লবস্টার।
এটি খেতে চাইলে অন্তত ৪৮ ঘণ্টা আগে অর্ডার করতে হবে। কারণ এই স্যান্ডউইচ তৈরির উপকরণগুলি সব সময় রেস্তরাঁয় মজুত রাখা হয় না। অর্ডার এলে বিভিন্ন জায়গা থেকে আনানো হয়। স্যান্ডউইচে যে চিজ ব্যবহার করা হয়, তা আনা হয় ইতালি থেকে। এক বিশেষ প্রজাতির গরুর দুধ থেকে এই চিজ তৈরি হয়। ওই প্রজাতির গরু বছরে মাত্র দু’মাস দুধ দেয়। দাম আকাশছোঁয়া হলেও, এই স্যান্ডউইচ খেতে ওই রেস্তরাঁয় প্রচুর মানুষ আসেন বিশ্বের নানা প্রান্ত থেকে।
আরও পড়ুন
মন্তব্য করুন