- অফবিট
- শ্রমিক ধর্ষণে অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার
শ্রমিক ধর্ষণে অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য জাহেদ সুলতান ওরফে রবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর এলাকার আত্মীয়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত জাহেদ সুলতান উপজেলার সোনাইছড়ি ইউনিয়নপরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর কর্মস্থলে যাওয়ার পথে গতিরোধ করেন ইউপি সদস্য রবিন ও তার দুই সহযোগী। একপর্যায়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় রোববার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে রবিন চৌধুরী ও তার দুই সহযোগীকে আসামি করে মামলা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সমকালকে বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু তিনি বারবার স্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করা যাচ্ছিল না। একপর্যায়ে রোববার বিকেলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লালানগর এলাকায় তার আত্মীয়বাড়িতে অবস্থান করছেন তিনি। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি তোফায়েল আহমেদ বলেন, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন