ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ ২৫ পদেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদের’ প্রার্থীরা।

রোববার নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ  ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনের প্রথম ধাপে ৪, ১১ ও ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ ঢাকায় ভোটগ্রহণ শেষ হয়। রোববার ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।