ভারতের 'রিলায়েন্স' গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। কোটি কোটি টাকা সম্পদের মালিক মুকেশ আম্বানি পরিরারের বিলাসবহুল জীবনযাপনের কথা অনেকেরই জানা। দক্ষিণ মুম্বাইয়ে বিশ্বের অন্যতম দামি বাড়ি 'অ্যান্টিলিয়া' এর মালিকও তিনি। দেশে-বিদেশে এত সম্পদ থাকলেও মুকেশ আম্বানি মনেপ্রাণে একজন ভারতীয় । অন্তত তার খাদ্যাভ্যাাস সে কথাই প্রমাণ করে।

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি জানান, তার ব্যবসায়ী স্বামী বাড়িতে রান্না করা খাবার খেতেই পছন্দ করেন। কিন্তু তারপরও তার দুটি পছন্দের 'স্ট্রিট ফুড' আছে। এগুলো হলো ভেল পুরি এবং দই বাটাটা পুরি।

এর আগে 'ফেমিনা' ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে নীতা আম্বানি জানিয়েছিলেন, পরিবারের সদস্যদের সময় দেওয়ার পাশাপাশি, মুকেশ-নীতা দম্পতি এখনও একান্তে সময় কাটান। মাঝেমধ্যেই তারা রাতে বাইরে খেতে যান। কখনও আবার 'স্ট্রিট ফুড' খেয়ে সময় পার করেন । নীতা আম্বানি ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, তারা এখনও পরষ্পরের ভালোবাসায় বুদ হয়ে থাকেন । মুহূর্তের মধ্যেই তারা কোনো কিছুর পরিকল্পনা করেন। হয়তো অনেক রাতে মুকেশ আম্বানি তাকে বলেন, চলো কফি খেতে যাই, কিংবা সমুদ্রের ধারে যাই। আবার দিনের পরিকল্পনা হলে এই দম্পতি কখনও কখনও ভেলপুরি বা দই বাটাটা পুরি খাওয়ার জন্য কোথাও চলে যান। সূত্র: ডিএনএ