প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা)।

শুক্রবার রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মলনে এ দাবি জানানো হয়।

অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. অসীম কুমার দাস বলেন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে পশু পালন গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উৎপাদন এবং চিকিৎসা ব্যবস্থাপনাকে আলাদা করে কর্মকর্তাদের দায়িত্ব বিভাজন প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাহার সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি অধ্যাপক ড. এমএএম ইয়াহিয়া খন্দকার প্রমুখ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে বাহার ১১তম দ্বিবার্ষিক সম্মেলন ও সেমিনারে দেশ-বিদেশের ১৫শ' অ্যানিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েট অংশ নেবেন। সম্মেলনের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।